শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২৮ জুলাই ২০২৪ ২২ : ১৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পুরনো দেবোত্তর সম্পত্তি এবং প্রাচীন মূর্তি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দম্পতিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশ।
রাণীনগর থানার পরানপুর গ্রামের বাসিন্দা জনৈক মোজাম্মেল শেখের সঙ্গে কয়েকমাস আগে কাতলামারি হাই স্কুল পাড়ার বাসিন্দা জনৈক সেলিম শেখ এবং তার স্ত্রী হীরা বিবির পরিচয় হয়।
সূত্রের খবর, এর কিছুদিন পর ওই দম্পতি মোজাম্মেল শেখকে বলেন তার বাড়ির পিছনে প্রাচীন দেবোত্তর সম্পত্তি এবং প্রাচীন মূর্তি রয়েছে। কিন্তু সেই প্রাচীন মূর্তি এবং দেবতার সঙ্গে থাকা অলঙ্কার বিশেষ পদ্ধতি মেনে তুলতে হবে এবং দেখতে হবে। অন্যথায় মোজাম্মেলের নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
এরপর প্রায় মাস ৬ আগে সেলিম ও তাঁর স্ত্রী মোজাম্মেল শেখের হাতে একটি 'প্রাচীন' মূর্তি এবং কিছু অলঙ্কার তুলে দেন। কিন্তু মোজাম্মেলকে বলা হয়েছিল তিনি যাতে ওই মূর্তি তখনই না দেখেন। মূর্তিটি নতুন কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর একটি নতুন গামছা দিয়ে বেঁধে তার হাতে তুলে দেওয়া হয়েছিল। এমনকি মোজাম্মেলকে বাড়িতে কাউকে এই মূর্তির কথা জানাতে মানা করা হয়। বলা হয়, তাহলে সে দেবোত্তর সম্পত্তি পাবে না।
পুলিশ সূত্রের খবর, এরপর থেকে কখনও কোনও তান্ত্রিক বা সাধুবাবার নাম করে সেলিম এবং হীরা বিবি, মোজাম্মেল শেখের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করতে থাকেন। তাঁকে বোঝানো হয়েছিল এই টাকা না দিলে তার পরিবারের ক্ষতি হবে এবং মৃত্যুও হতে পারে। গত ছ'মাসে মোজাম্মেল শেখ ওই দম্পতিকে কমপক্ষে ৭ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু তারপরও দেবোত্তর সম্পত্তি না পেয়ে ওই ব্যক্তি নিজের বাড়িতে থাকা প্রাচীন মূর্তির কাপড়ের আবরণ খুলে ফেলেন।
মোজাম্মেলকে বলা হয়েছিল তার বাড়ি থেকে একটি সোনার লক্ষ্মী প্রতিমা এবং সোনার অলঙ্কার উদ্ধার হয়েছে। মোজাম্মেল শেখ নিজের বাড়িতে থাকা কাপড়ের পোটলা খুলে পিতলের একটি লক্ষ্মী প্রতিমা পান এবং তার সাথে কিছু অলঙ্কারও পেয়েছেন। তবে সেগুলোর কোনওটিই সোনার তৈরি নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর রবিবার রানীনগর থানার দ্বারস্থ হন মোজাম্মেল শেখ।
রানীনগর থানার ওই আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম এবং তার স্ত্রী মোজাম্মেল শেখের কাছ থেকে জালিয়াতি করে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল তার গোটাটাই জানিয়েছেন। আগামীকাল ওই দম্পতিকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নানান খবর
নানান খবর

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা